হোম > অপরাধ > ঢাকা

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোয় নারীকে মারধর, থানায় মামলা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ঘটনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের ঘটনা ঘটেছে। এতে ওই গৃহবধূ মৃত বাচ্চা প্রসবের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শিবালয় উপজেলার আরিচা ঘাটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শিবালয় গ্রামের সুরুজ্জামান সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী শিখা আক্তার (২৫) পাশের বাড়ির রুনা খন্দকার নামে এক নারীকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রুনা শিখার বাড়িতে ঢুকে মারধর করে। এতে শিখা অসুস্থ হয়ে পরলে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে শিখা পাঁচ মাস বয়সী মৃত পুত্র সন্তান প্রসব করে। 

ভুক্তভোগীর শ্বশুর আমির শেখ জানান, আমার ছেলের বউকে পার্শ্ববর্তী খন্দকার বাড়ির রুনা তুচ্ছ কারণে পিটিয়েছে। আঘাতে তাঁর পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক না হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত রুনা খন্দকারকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠিয়েছেন। 

উল্লেখ্য, রুনা আরিচার খন্দকার পরিবারের মৃত ইয়ার আলীর মেয়ে ও ছোট বোয়ালী গ্রামের হারুনুর রশিদ জুয়েলের স্ত্রী।

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪