হোম > অপরাধ > ঢাকা

উত্তরা হাইস্কুলের সেই কসাইখানা বন্ধের নির্দেশ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের আলোচিত সেই কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শনিবার উত্তরা হাইস্কুল কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। 

ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের কসাইখানা বন্ধের জন্য বলা হয়েছে। না হলে আগামীকাল রোববার দোকানটি বন্ধ করে দেওয়া হবে।’ 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন বলেন, ‘আমি নিজে গিয়ে কসাইখানামালিককে দোকান বন্ধের নির্দেশনা দিয়েছি। দোকানমালিক বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়টা জানে না। তবে দোকান বন্ধ ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’ 

কসাইখানাের মালিক মো. ওসমান গণির কাছে বন্ধের নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সিটি করপোরেশন থেকে দোকান বন্ধের নির্দেশনা দিয়ে গেছে।’ নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ করা হবে কি না জানতে চাইলে ওসমান গণি বলেন, ‘এ বিষয়ে ফোনে কথা বলব না। সামনাসামনি আসলে পরে কথা বলব।’

ডিএনসিসির নির্দেশনা প্রসঙ্গে জানতে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি। 

এর আগে আজকের পত্রিকায় ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের কসাইখানা’ শিরোনামে আজ শনিবার একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা নানা মন্তব্য করেন এবং আজকের পত্রিকাকে ধন্যবাদ জানান।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটি অত্যন্ত সুন্দর হয়েছে। আমি তাদের এত সুন্দর প্রতিবেদনের জন্য পত্রিকা ও প্রতিবেদককে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘স্কুলের মধ্যে কসাইখানাকে ঘিরে চরম ক্ষোভ কাজ করছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার চলছিল। সংবাদ প্রকাশের পর এটি বন্ধ করে দেবে শুনে আমরা আনন্দিত।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল