হোম > অপরাধ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের তিন দিন পর ইসলাম মোল্লা (২৩) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে খিলক্ষেত থানাধীন ডুমনির বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নিখোঁজ হন তিনি। 

ইসলাম মোল্লা খিলক্ষেতের ডুমনি এলাকার কবির হোসেন মোল্লার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করেন। 

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের তিন দিন পর ডুমনির বিল থেকে তেজগাঁও কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ওসি বলেন, ‘ওই ছাত্র গত ৬ মে ডুমনি এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। পরে শনিবার তার মরদেহ বিলের মধ্যে পাওয়া যায়।’ 

লাশের গায়ে আঘাতের চিহ্ন ও মামলা প্রসঙ্গে জানতে চাইলে ওসি কাজী সাহান বলেন, ‘গলায়, মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান