হোম > অপরাধ > ঢাকা

তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. রাসেল (২২)। জানা গেছে, বন্ধু হৃদয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাসেল। এর জেরেই রাসেলকে খুন করেন হৃদয়। এই ঘটনায় হৃদয়ের স্ত্রীও আহত হয়েছেন। 

তুরাগ থানাধীন বৃন্দাবন এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা করেছেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হৃদয়ের স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়া ছিল। এর জেরেই লোহার শাবল দিয়ে আঘাত করে রাসেলকে আহত করেন হৃদয়। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করেন তিনি। আহত অবস্থায় রাসেল ও হৃদয়ের স্ত্রীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসমাউল হুসনা আজকের পত্রিকাকে বলেন, ‘বৃন্দাবনে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে হৃদয়কে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। মামলা নং-৮ (১) ২২।’ 

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই বলেন, হৃদয় বাসায় গিয়ে তাঁর বউয়ের সঙ্গে রাসেলকে দেখতে পান। পরে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন হৃদয়। তখন ফোনে হৃদয় রাসেলের বাবাকে বলে, ‘আপনার ছেলে অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে।’ পরে যাওয়ার পথে রাসেলের বাবা দেখেন তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে খুনের মোটিভ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ