হোম > অপরাধ > ঢাকা

বাবার লাইসেন্স করা বন্দুক দিয়ে ভগ্নিপতিকে গুলি করেন অশ্রু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্যালক অশ্রু তাঁর বাবার লাইসেন্স করা অস্ত্র ভগ্নিপতি ফারুকের বুকে ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই ভগ্নিপতি ফারুক আহমেদকে গুলি করে হত্যা করেন অশ্রু। 

আজ শনিবার রাজধানীর গাবতলীর কোটবাড়ী এলাকায় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহতের মামা আইয়ুব আলী বলেন, তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তবে এ ধরনের ঘটনা কেন ঘটে গেল বুঝে উঠতে পারছি না। ফারুকের শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। মূলত এরপর থেকে দ্বন্দ্ব শুরু হয়।

মিরপুর দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৈমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অশ্রুর বাবার লাইসেন্স করা একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে ভগ্নিপতি ফারুকের বুকে গুলি করেছেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 

তৈমুর রহমান বলেন, জানতে পেরেছি পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় শ্যালক অশ্রুকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার