হোম > অপরাধ > ঢাকা

চাচার ছুরিকাঘাতে খুন হলেন মালয়েশিয়াফেরত যুবক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে আপন চাচার ছুরিকাঘাতে মো. সেলিম (৩৫) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। নিহত সেলিম উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে চর আড়ালিয়া গ্রামের আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। ১০-১৫ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন সেলিম।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ইলিয়াস (নিহত সেলিমের চাচা) ও তাঁর বড় ভাই আবুল বাদশারের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয় উভয় পক্ষ। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝগড়াঝাঁটির সময় ইলিয়াস (৫০) তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিমকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেলিমকে ঢাকায় পাঠিয়ে দেন। পরে স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাত ৪টায় সেলিম মারা যান। 

নিহতের এক স্বজন জানান, শনিবার দুপরে পারিবারিক দ্বন্দ্বের কারণে ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করেন আর এতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় সেলিমের। পরে আজ ভোরে তিনি মারা যান। 

চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, নিহতের স্বজনের বরাত দিয়ে শুনেছি পারিবারিক দ্বন্দ্বের কারণে আপন চাচা ভাতিজাকে ছুরিকাঘাত করেন। জমি নিয়ে বিরোধে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি খুবই দুঃখজনক। দিনদিন পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এটা খুবই উদ্বেগজনক। 

হাসনাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ এটা নিয়ে কাজ করছে। 

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান