হোম > অপরাধ > ঢাকা

সাটুরিয়ায় পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

সাটুরিয়ায় পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হলে আসামি মো. রবিউল ইসলামকে (২০) টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা–পুলিশ। তিনি নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। 

গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর শনিবার সকালে ভুক্তভোগী নিজেই রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানার মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গত ২৮ আগস্ট দুপুর ১টার সময় গোসল করতে গেলে অভিযুক্ত মো. রবিউল ইসলাম (২০) গোপনে গোসল খানার টিনের ফাঁকা জায়গা দিয়ে গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করেন। সেই ভিডিও তাঁর স্বামীর মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে পাঠান। এ নিয়ে সমাজে হেয় প্রতিপন্ন ও বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন বলে জানা যায়। এ ছাড়া আসামি রবিউল ইসলামের সঙ্গে তাঁর স্বামীর টাকা-পয়সা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে বলেও জানান ভুক্তভোগী। 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব বলেন ওই ভুক্তভোগীর পর্নোগ্রাফির মামলায় গত শনিবার মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু