হোম > অপরাধ > ঢাকা

সাটুরিয়ায় পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

সাটুরিয়ায় পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হলে আসামি মো. রবিউল ইসলামকে (২০) টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা–পুলিশ। তিনি নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। 

গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর শনিবার সকালে ভুক্তভোগী নিজেই রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানার মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গত ২৮ আগস্ট দুপুর ১টার সময় গোসল করতে গেলে অভিযুক্ত মো. রবিউল ইসলাম (২০) গোপনে গোসল খানার টিনের ফাঁকা জায়গা দিয়ে গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করেন। সেই ভিডিও তাঁর স্বামীর মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে পাঠান। এ নিয়ে সমাজে হেয় প্রতিপন্ন ও বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন বলে জানা যায়। এ ছাড়া আসামি রবিউল ইসলামের সঙ্গে তাঁর স্বামীর টাকা-পয়সা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে বলেও জানান ভুক্তভোগী। 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব বলেন ওই ভুক্তভোগীর পর্নোগ্রাফির মামলায় গত শনিবার মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬