হোম > অপরাধ > ঢাকা

তুরাগে ৫০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার যুবক দুই দিনের রিমান্ডে 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে ৫০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার রবিউল ইসলামের (২৮) বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে তুরাগের কামারপাড়া এলাকা থেকে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রবিউলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়। গুলির গায়ে ৭.৬৫ লেখা ছিল। 

গ্রেপ্তার রবিউল নরসিংদী জেলার মাধবদী উপজেলার চউয়া এলাকার মৃত চান মিয়ার ছেলে। 

তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া রবিউল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় একজনকেই আসামি করা হয়েছে। 

তিনি বলেন, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ওসি মওদুত হাওলাদার আরও বলেন, জব্দ হওয়া গুলিগুলো ভারতের তৈরি ৭.৬৫ পিস্তলের।

 

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন