হোম > অপরাধ > ঢাকা

মেরে ফেলা সাপের ৮০ ভাগই উপকারী: বন বিভাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের হটলাইনে প্রায় প্রতি মিনিটেই সাপের আতঙ্কে মানুষ কল করছে। অনেকে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কিত হয়ে পিটিয়ে মেরে ফেলছেন, ধরে ফেলা প্রাণীগুলোকে। মেরে আবার পুরস্কারও দাবি করছেন কেউ কেউ। তবে মেরে ফেলা সাপগুলোর প্রায় ৮০ ভাগেরই বিষ নেই। 

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যাহ পাটওয়ারী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান। 

ছানাউল্যাহ পাটওয়ারী বলেন, প্রায় প্রতি মিনিটে কল আসছে। বেশির ভাগ মানুষ আতঙ্কে কল করছেন। কেউ সাপ দেখে কল করছেন। অনেকে সাপ দেখলে কী করবেন, তা জানতে চান। আবার কেউ কেউ সাপ মেরে জানাচ্ছেন। 

যাঁরা সাপের তথ্য দিচ্ছেন তাঁদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ছবি নিয়ে কর্মকর্তারা দেখেছেন, মেরে ফেলা সাপগুলোর মধ্যে রাসেলস ভাইপার নেই বললেই চললে। হত্যার শিকার সাপগুলোর বেশির ভাগই নির্বিষ ও উপকারী। 

ছানাউল্যাহ বলেন, রাসেলস ভাইপারকে খায় এমন প্রাণী প্রকৃতিতে কমে যাওয়ায় এই সাপটি বেড়ে থাকতে পারে। আর সাপটির আতঙ্কে যা এখন মারা হচ্ছে, সেগুলোর মধ্যে আছে শঙ্খিনী, অজগর, ঘরগিন্নি ও দারাজসহ বিভিন্ন প্রজাতির সাপ। এরাই রাসেলস ভাইপার খেয়ে ভারসাম্য আনে। এই উপকারী সাপগুলো মেরে ফেলা হচ্ছে। 

এই বন কর্মকর্তা বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো সাপ নিজের জন্য হুমকি মনে না করলে আক্রমণ করে না। 

রাসেলস ভাইপার ঘরে আসে না, গাছেও ওঠে না, এমনটা জানিয়ে তিনি বলেন, জমিতে চলাফেরা করার সময় একটু সতর্ক থাকলেই এই সাপের দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। সাপ দেখলে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন বন কর্মকর্তারা। 

কর্মকর্তারা বলেন, প্রতি বছর দেশে সাপের কামড়ে প্রায় ছয় হাজার মানুষ মারা যায়। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর সংখ্যা ২০০ জনেরও কম।

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১