হোম > অপরাধ > ঢাকা

দেড় কোটি টাকা আত্মসাৎ: ‘ভুয়া’ সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ‘ভুয়া’ সাংবাদিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

দেড় কোটি টাকা আত্মসাৎ ও টাকা না দিয়ে খাদ্য গুদাম থেকে পণ্য তোলার অভিযোগে ডিবির ওয়ারি বিভাগ তাঁকে গ্রেপ্তার করে বলে ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ জানিয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কদমতলী থানায় এক ব্যবসায়ীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন,৫টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, ১৮টি ক্যামেরা,৮টি আইডি কার্ড ও ২টি পাসপোর্ট জব্দ করা হয়। 

ডিবি প্রধান বলেন, ‘দৈনিক স্বাধীন বার্তা নামের অনুমোদনবিহীন পত্রিকার নামে ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছিলেন তরিকুল। ভুয়া নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক পরিচয় দিতেন তিনি। এ ছাড়া ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এমদাদুল হক হানিফ নামে নিজেকে পরিচয় দিতেন তিনি। 

‘সমাজের দুর্নীতিগ্রস্ত ও প্রতারকদের আশ্রয় দেওয়া এবং পুলিশের বিরুদ্ধে তরিকুলের পোর্টালে নিউজ করা হতো। এছাড়া অসাধু ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় নকল চালান দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তরিকুলের সঙ্গে জড়িত একটি চক্র টাকা পরিশোধ না করে খাদ্যগুদাম থেকে খাবার সংগ্রহ করে অন্যত্র বিক্রি করে দেয় বলেও অভিযোগ রয়েছে।’ 

তরিকুলের সঙ্গে আর কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে হারুন জানান।  

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ