হোম > অপরাধ > ঢাকা

দেড় কোটি টাকা আত্মসাৎ: ‘ভুয়া’ সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ‘ভুয়া’ সাংবাদিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

দেড় কোটি টাকা আত্মসাৎ ও টাকা না দিয়ে খাদ্য গুদাম থেকে পণ্য তোলার অভিযোগে ডিবির ওয়ারি বিভাগ তাঁকে গ্রেপ্তার করে বলে ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ জানিয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কদমতলী থানায় এক ব্যবসায়ীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন,৫টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, ১৮টি ক্যামেরা,৮টি আইডি কার্ড ও ২টি পাসপোর্ট জব্দ করা হয়। 

ডিবি প্রধান বলেন, ‘দৈনিক স্বাধীন বার্তা নামের অনুমোদনবিহীন পত্রিকার নামে ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছিলেন তরিকুল। ভুয়া নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক পরিচয় দিতেন তিনি। এ ছাড়া ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এমদাদুল হক হানিফ নামে নিজেকে পরিচয় দিতেন তিনি। 

‘সমাজের দুর্নীতিগ্রস্ত ও প্রতারকদের আশ্রয় দেওয়া এবং পুলিশের বিরুদ্ধে তরিকুলের পোর্টালে নিউজ করা হতো। এছাড়া অসাধু ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় নকল চালান দিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তরিকুলের সঙ্গে জড়িত একটি চক্র টাকা পরিশোধ না করে খাদ্যগুদাম থেকে খাবার সংগ্রহ করে অন্যত্র বিক্রি করে দেয় বলেও অভিযোগ রয়েছে।’ 

তরিকুলের সঙ্গে আর কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে হারুন জানান।  

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক