হোম > অপরাধ > ঢাকা

পাচারের সময় জুতার ভেতর কৌশলে রাখা ইয়াবা জব্দ, আটক ১ 

ফরিদপুর প্রতিনিধি

জুতার মধ্যে কৌশলে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে র‍্যাব। তাঁর নাম শাহ আলম (৩০)। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০, সিপিসি-৩ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার। এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে অভিযান চালিয়ে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়।

শাহ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আজু খাইয়া এলাকার বাসিন্দা।

কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়। তিনি ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। এ সময় তাঁর জুতার সোলের ভেতর বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার তিন শত টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শাহ আলম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা