হোম > অপরাধ > ঢাকা

পাচারের সময় জুতার ভেতর কৌশলে রাখা ইয়াবা জব্দ, আটক ১ 

ফরিদপুর প্রতিনিধি

জুতার মধ্যে কৌশলে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে র‍্যাব। তাঁর নাম শাহ আলম (৩০)। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০, সিপিসি-৩ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার। এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে অভিযান চালিয়ে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়।

শাহ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আজু খাইয়া এলাকার বাসিন্দা।

কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়। তিনি ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। এ সময় তাঁর জুতার সোলের ভেতর বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার তিন শত টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শাহ আলম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ