হোম > অপরাধ > ঢাকা

তেজগাঁওয়ে গাড়ির ভেতর মরদেহ, সন্দেহের তীর বন্ধুর দিকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গাড়ির ভেতর খুন হওয়া সজল কুমার ঘোষের সর্বশেষ কথা হয়েছিল তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। সেই বন্ধুই তাঁকে খুন করেছে বলে ধারণা করছে পুলিশ। খুনের পর মোবাইল ও মানিব্যাগ রেখে গেলেও নিয়ে যাওয়া হয়েছে তার পরনের পোশাক।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে আমরা সজলের এক বন্ধুকে ধরার চেষ্টা করছি। মরদেহ উদ্ধারের পর গতকাল শনিবার দিবাগত রাতেই সজলের বন্ধুর বাসায় অভিযান চালানো হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। বন্ধুর সঙ্গেই গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সর্বশেষ কথা হয়েছিল সজলের। 

তিনি জানান, মৃতদেহের গায়ে কোনো পোশাক ছিল না। খুনি পোশাক নিয়ে গেছে। তবে মরদেহের পাশে মোবাইল, মানিব্যাগসহ সব জিনিসপত্রই ছিল। ঘটনাটি ছিনতাই হলে গাড়ি ও মালামাল নিয়ে যেত। কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফাঁকা কোনো জায়গায় হত্যার পর মরদেহসহ গাড়িটি ফেলে যাওয়া হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, নিহত সজলের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। ঢাকার ভাটারার নুরের চালা এলাকায় স্ত্রীসহ বসবাস করতেন তিনি। ইউডিসি কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কালাম হোসেনের গাড়ির চালক ছিলেন সজল। গত বৃহস্পতিবার বিকেলে কালাম হোসেনকে তাঁর ধানমন্ডির বাসায় নামিয়ে দেন। এরপর মহাখালীর গ্যারেজে ফেরার কথা ছিল চালকের। কিন্তু চালকসহ গাড়িটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। সজলের ফোনে কল করা হলেও রিসিভ করছিলেন না। 

এ ঘটনায় শুক্রবার বিকেলে ধানমন্ডি থানায় জিডি করার পর সজলের মোবাইল ফোনের অবস্থান পাওয়া যায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। খোঁজাখুঁজি করে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ গাড়ির অবস্থান শনাক্ত করে। এ সময় গাড়ির ভেতর থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। পরে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ধানমন্ডির ৬ নম্বরে গাড়ির মালিক কামাল হোসেনকে নামিয়ে দেন। প্রতিদিন তিনি যে পথ দিয়ে গাড়ি গ্যারেজে নিয়ে আসেন, বৃহস্পতিবার সেই পথে আসেননি। অন্য একটি পথে ঘুরে তেজগাঁও আসেন। এ সময় তার এক বন্ধুর সঙ্গে মোবাইলে সজলের কথা হয়। মোবাইল টাওয়ারের সেই বন্ধুর অবস্থান ও নিহত সজলের অবস্থান একই ছিল। সেই বন্ধুর সঙ্গেই সজলের সর্বশেষ কথা হয়। রাতেই সেই বন্ধুর বাসায় অভিযান চালানো হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাঁকে ধরতে পারলেই খুনের কারণ জানা যাবে। তবে একজন নারী নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরে ক্ষতচিহ্ন দেখা যায়। বৃহস্পতিবারই তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিপরীত দিকে টিপাড়া আয়রন অ্যান্ড টিন ফ্যাক্টরি লিমিটেডের পাশে সজলের মৃতদেহ সহ দামি গাড়িটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার থেকেই গাড়িটি সেখানে রয়েছে। দীর্ঘ সময় একই জায়গায় গাড়ি পড়ে থাকায় ধুলোর আস্তর পড়েছে। এলাকাটি অনাবাসিক এবং শুক্র ও শনিবার অফিস ছুটি থাকায় পড়ে থাকা গাড়ি কারও নজরে পড়েনি। 

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত