হোম > অপরাধ > ঢাকা

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ: বাবুল চিশতির সর্বোচ্চ শাস্তি দাবি দুদকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে দুদক। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ যুক্তিতর্ক শুনানির সময় এই দাবি করেন রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোশারফ হোসেন কাজল।

এরপর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।

যুক্তিতর্ক শুনানির সময় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা বাবুল চিশতির স্ত্রী রুজী চিশতি ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক।

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব