হোম > অপরাধ > ঢাকা

অস্ত্র ও বিস্ফোরকসহ ছাত্রদলের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার মামলায় জেলা ছাত্রদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করার দাবি করে সংস্থাটি।

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব মাসুদুর রহমান, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের কর্মী আরিফ ও তাওহীদ।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১২টি ককটেল ও ১০টি পেট্রলবোমা জব্দ করা হয়।

ব্রিফিংয়ে এসপি বলেন, গ্রেপ্তারকৃতরা রূপগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন, আড়াইহাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ঢাকায় নাশকতার কাজে জড়িত ছিল। আজ সোমবার ভোরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার দায় স্বীকার করেছে। তাঁদের সঙ্গে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। গ্রেপ্তার না হলে আরও নাশকতা ঘটনোর পরিকল্পনা ছিল তাঁদের।

এদিকে গতকাল রোববার দুপুরে সুলতান ও মাসুদুরের সহযোগী আবু মাসুম ফেসবুকে পোস্ট দিয়ে চারজন আটক করার বিষয়টি প্রকাশ করেন। বিকেলেই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে চারজনকে পুলিশ তুলে নিয়ে গেছে দাবি করে তাঁদের সন্ধান চাওয়া হয়। এরপর আজ ভোরে তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানায় পুলিশ।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল