হোম > অপরাধ > ঢাকা

কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে (১৩) বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। টঙ্গীর বনমালা শান্তিবাগ এলাকায় চার মাস আগে এ ঘটনা ঘটে। এ নিয়ে আজ শুক্রবার মামলা করেছেন কিশোরীর মা। এ ঘটনায় আসামি মজিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার মহেশপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। 

পুলিশ জানিয়েছে, নির্যাতিত কিশোরী তার খালাতো বোন ও বোনের স্বামীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। কারখানায় কাজ করত সে। গত ১২ মে রাতে কারখানায় কাজ শেষে সকালে বাসায় ফিরলে ভগ্নিপতি মুজিবর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। ধর্ষণের পর কিশোরীকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন মুজিবর। কয়েক দিন আগে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে থানায় নির্যাতিতার মা লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে একটি কারখানায় কাজ করত। যাতায়াতে অসুবিধার জন্য আমার বোনের মেয়ের বাসায় থাকত সে। আমার বোনের মেয়েও একটি পোশাক কারখানায় কাজ করে। গত মে মাসে আমার কিশোরী মেয়ের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু কাউকেই কিছু জানায়নি। গত বুধবার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারি। পরে থানায় মামলা করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, থানায় মামলা হয়েছে। মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন