হোম > অপরাধ > ঢাকা

কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে (১৩) বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। টঙ্গীর বনমালা শান্তিবাগ এলাকায় চার মাস আগে এ ঘটনা ঘটে। এ নিয়ে আজ শুক্রবার মামলা করেছেন কিশোরীর মা। এ ঘটনায় আসামি মজিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার মহেশপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। 

পুলিশ জানিয়েছে, নির্যাতিত কিশোরী তার খালাতো বোন ও বোনের স্বামীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। কারখানায় কাজ করত সে। গত ১২ মে রাতে কারখানায় কাজ শেষে সকালে বাসায় ফিরলে ভগ্নিপতি মুজিবর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। ধর্ষণের পর কিশোরীকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন মুজিবর। কয়েক দিন আগে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে থানায় নির্যাতিতার মা লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে একটি কারখানায় কাজ করত। যাতায়াতে অসুবিধার জন্য আমার বোনের মেয়ের বাসায় থাকত সে। আমার বোনের মেয়েও একটি পোশাক কারখানায় কাজ করে। গত মে মাসে আমার কিশোরী মেয়ের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু কাউকেই কিছু জানায়নি। গত বুধবার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারি। পরে থানায় মামলা করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, থানায় মামলা হয়েছে। মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার