নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গোপীবাগে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা–মাওয়া রেলপথের গোপীবাগ অংশে লাইনে থাকা দগ্ধ ট্রেনের ক্ষতিগ্রস্ত লোকোমোটিভ দিয়েই কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে নেওয়া হয়। ট্রেনটি আপাতত ওয়াশপিটে নেওয়া হবে। কমলাপুরে নেওয়ার সময় লোকমোটিভের সঙ্গে আটটি কোচ ছিল। বাকি আটটি বগি আগেই অন্য লোকোমোটিভ লাগিয়ে কমলাপুর নেওয়া হয়েছে।