হোম > অপরাধ > ঢাকা

ঢাবিতে ‘প্রলয় গ্যাংয়ের’ গ্রেপ্তার দুজন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রলয় গ্যাংয়ের আটক দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো দুজন আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ও স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সাকিব ফেরদৌস। দুজনই ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

গত শনিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের (হল চত্বর) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জোবায়ের ইবনে হ‌ুমায়ূনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করে প্রলয় গ্যাংয়ের সদস্যরা। মারধরের শিকার জোবায়েরের মা সাদিয়া আফরোজ খান ১৯ জনের নাম উল্লেখ ও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় ভয়ভীতি ও হত্যাচেষ্টার মামলা করেন গতকাল রোববার রাতে। এই মামলায় গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আজ তাঁদের আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের (হল চত্বর) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের জোবায়ের ইবনে হ‌ুমায়ূনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করেন প্রলয় গ্যাংয়ের সদস্যরা। আজকের পত্রিকার এই প্রতিবেদকের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রলয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকার অনলাইনে  ঢাবিতে ক্যাম্পাসভিত্তিক ‘গ্যাং’, প্রথম বর্ষ থেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন কিছু শিক্ষার্থী’ এবং ছাপা কাগজে আজ সোমবার ‘ঢাবির আতঙ্ক’ প্রলয় গ্যাং’—   শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন:

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব