হোম > অপরাধ > ঢাকা

ঢাবিতে ‘প্রলয় গ্যাংয়ের’ গ্রেপ্তার দুজন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রলয় গ্যাংয়ের আটক দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো দুজন আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ও স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সাকিব ফেরদৌস। দুজনই ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

গত শনিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের (হল চত্বর) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জোবায়ের ইবনে হ‌ুমায়ূনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করে প্রলয় গ্যাংয়ের সদস্যরা। মারধরের শিকার জোবায়েরের মা সাদিয়া আফরোজ খান ১৯ জনের নাম উল্লেখ ও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় ভয়ভীতি ও হত্যাচেষ্টার মামলা করেন গতকাল রোববার রাতে। এই মামলায় গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আজ তাঁদের আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের (হল চত্বর) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের জোবায়ের ইবনে হ‌ুমায়ূনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করেন প্রলয় গ্যাংয়ের সদস্যরা। আজকের পত্রিকার এই প্রতিবেদকের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রলয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকার অনলাইনে  ঢাবিতে ক্যাম্পাসভিত্তিক ‘গ্যাং’, প্রথম বর্ষ থেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন কিছু শিক্ষার্থী’ এবং ছাপা কাগজে আজ সোমবার ‘ঢাবির আতঙ্ক’ প্রলয় গ্যাং’—   শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন:

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন