হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে আমবাগানে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার একটি আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় একটি আমবাগানে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। 

ঘটনার খবর পেয়ে গাজীপুর পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান জানান, ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে। সার্ভারে সমস্যা থাকায় পরিচয় পাওয়া যায়নি। চেষ্টা করা হচ্ছে। 

পুলিশের একাধিক সূত্র জানায়, লাশের পরনে সবুজ ও হলুদ রঙের ম্যাক্সি জাতীয় পোশাক ছিল। পাশে একটি হাতব্যাগ, অল্প কিছু দূর কালো রঙের বোরকা ও রক্তমাখা একটি চাকু পাওয়া গেছে। লাশের হাতে চুড়ি ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার পর থেকে ১টার মধ্যে কোনো সময় তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক