হোম > অপরাধ > ঢাকা

উপেক্ষা অবহেলার ক্ষোভে শিশুসন্তানকে হত্যা করলেন নারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন এক গৃহবধূ। আজ সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মা শারমিন আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। 

শিশুটির নাম জান্নাতুল। সে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের মেয়ে। শারমিনের অভিযোগ, শাকিল দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেন না। 

পুলিশ জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল নামে এক কন্যাসন্তান জন্মের ছয় মাসের মাথায় শাকিল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নেন না শাকিল। 

শারমিন অভিযোগ করেন, স্বামী চলে যাওয়ার পর বাবার বাড়ির লোকজনের কাছেও অনেক গালমন্দ খেতে হতো তাঁকে। এমনকি বাবা-মাও গালাগাল করতেন। শিশুটি খাবারের জন্য বায়না করত, কিন্তু দিতে পারতেন না। এসব নিয়ে আজ সকালেও শিশুটি জ্বালাতন করছিল, অতিষ্ঠ হয়ে গলা টিপে তাকে হত্যা করেন। 

হত্যার পরপরই শারমিন ভুল বুঝতে পেরে দৌড়ে বাবা-মায়ের কাছে যান। এরপর মেয়েকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখানকার লোকজন হাসপাতালে নিয়ে পাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘শিশুর মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মানসিক অশান্তি থেকে ক্ষিপ্ত হয়েই নিজের মেয়েকে তিনি হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত