হোম > অপরাধ > ঢাকা

উপেক্ষা অবহেলার ক্ষোভে শিশুসন্তানকে হত্যা করলেন নারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন এক গৃহবধূ। আজ সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মা শারমিন আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। 

শিশুটির নাম জান্নাতুল। সে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের মেয়ে। শারমিনের অভিযোগ, শাকিল দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেন না। 

পুলিশ জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল নামে এক কন্যাসন্তান জন্মের ছয় মাসের মাথায় শাকিল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নেন না শাকিল। 

শারমিন অভিযোগ করেন, স্বামী চলে যাওয়ার পর বাবার বাড়ির লোকজনের কাছেও অনেক গালমন্দ খেতে হতো তাঁকে। এমনকি বাবা-মাও গালাগাল করতেন। শিশুটি খাবারের জন্য বায়না করত, কিন্তু দিতে পারতেন না। এসব নিয়ে আজ সকালেও শিশুটি জ্বালাতন করছিল, অতিষ্ঠ হয়ে গলা টিপে তাকে হত্যা করেন। 

হত্যার পরপরই শারমিন ভুল বুঝতে পেরে দৌড়ে বাবা-মায়ের কাছে যান। এরপর মেয়েকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখানকার লোকজন হাসপাতালে নিয়ে পাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘শিশুর মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মানসিক অশান্তি থেকে ক্ষিপ্ত হয়েই নিজের মেয়েকে তিনি হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার