হোম > অপরাধ > ঢাকা

উপেক্ষা অবহেলার ক্ষোভে শিশুসন্তানকে হত্যা করলেন নারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন এক গৃহবধূ। আজ সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মা শারমিন আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। 

শিশুটির নাম জান্নাতুল। সে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের মেয়ে। শারমিনের অভিযোগ, শাকিল দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেন না। 

পুলিশ জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল নামে এক কন্যাসন্তান জন্মের ছয় মাসের মাথায় শাকিল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নেন না শাকিল। 

শারমিন অভিযোগ করেন, স্বামী চলে যাওয়ার পর বাবার বাড়ির লোকজনের কাছেও অনেক গালমন্দ খেতে হতো তাঁকে। এমনকি বাবা-মাও গালাগাল করতেন। শিশুটি খাবারের জন্য বায়না করত, কিন্তু দিতে পারতেন না। এসব নিয়ে আজ সকালেও শিশুটি জ্বালাতন করছিল, অতিষ্ঠ হয়ে গলা টিপে তাকে হত্যা করেন। 

হত্যার পরপরই শারমিন ভুল বুঝতে পেরে দৌড়ে বাবা-মায়ের কাছে যান। এরপর মেয়েকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখানকার লোকজন হাসপাতালে নিয়ে পাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘শিশুর মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মানসিক অশান্তি থেকে ক্ষিপ্ত হয়েই নিজের মেয়েকে তিনি হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক