হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যবসার কথা বলে এক প্রবাসীর স্ত্রীকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। 

আজ রোববার সকালে ভুক্তভোগী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন, একই এলাকার বাসিন্দা মানিক (৪০) ও মানিকের অজ্ঞাত এক ম্যানেজার। 

এর আগে মঙ্গলবার (১০ মে) আড়াইহাজারের এই ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের ৯ বছরের একটি সন্তান রয়েছে। তিন মাস পূর্বে তাঁর স্বামী বিদেশে অসুস্থ হয়ে পড়েন। এতে তাঁর সংসারে খরচ পাঠানো বন্ধ হয়ে যায়। এরই মাঝে বোরকা ও হিজাব ব্যবসায়ী মানিকের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। ভুক্তভোগী পাইকারি পণ্য কিনে ব্যবসা করার আগ্রহ দেখান। ঘটনার বেলা ১২টায় মানিক পণ্য কেনার জন্য ওই গৃহবধূকে গোডাউন থেকে কাপড় নিয়ে যাওয়ার জন্য ডাকেন। ওই ব্যবসায়ীর কথামতো চলে আসেন তিনি। এরপর তাঁকে বাড়ির ভেতর ঢুকিয়েই কলাপসিবল গেট বন্ধ করে দেন। বিষয়টি আঁচ করতে পেরে মোবাইলে যোগাযোগে চেষ্টা করলে সেটি কেড়ে নেন এবং পরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। 

একই সময় মানিকের ম্যানেজার পরিচয় দিয়ে আরেকজন উপস্থিত সেখানে উপস্থিত হন। পুরো ঘটনার ভিডিও ধারণের করেছেন দাবি করে এবং সেটি প্রকাশের ভয় দেখিয়ে পুনরায় ওই গৃহবধূকে অজ্ঞাত ওই ম্যানেজার। এরপর দুপুর ৩টার দিকে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে রোববার থানায় মামলা দায়ের করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ভুক্তভোগী নারী ভিন্ন জেলা থেকে ব্যবসার জন্য এসে ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ