হোম > অপরাধ > ঢাকা

পাশাপাশি পাট ও ধইঞ্চা খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি

সাভার (ঢাকা): সাভারের পৃথক দুই ফসলের খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের পাশাপাশি আলাদা পাট ও ধইঞ্চা খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয়রাও তাঁদের দেখে পরিচয় নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় কয়েকজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল তাঁরা দেখতে এসেছেন। তবে নিহত যুবকদের তাঁরা আগে এই গ্রামে কখনো দেখেননি। খেত থেকে গ্রামের বসতির দূরত্ব বেশি হওয়ায় তাঁদের চোখে কিছু পড়েনি।

সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হারুরিয়া গ্রামের ওই খেত দুটিতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শার্ট-প্যান্ট পরা দুই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের বয়সই ২৫-৩০–এর মধ্যে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যায়। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খবর পেয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানা-পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ওই দুই যুবকের পরিচয় শনাক্তসহ হত্যার কারণ জানতে অনুসন্ধান চলছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু