হোম > অপরাধ > ঢাকা

পাশাপাশি পাট ও ধইঞ্চা খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি

সাভার (ঢাকা): সাভারের পৃথক দুই ফসলের খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের পাশাপাশি আলাদা পাট ও ধইঞ্চা খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয়রাও তাঁদের দেখে পরিচয় নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় কয়েকজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল তাঁরা দেখতে এসেছেন। তবে নিহত যুবকদের তাঁরা আগে এই গ্রামে কখনো দেখেননি। খেত থেকে গ্রামের বসতির দূরত্ব বেশি হওয়ায় তাঁদের চোখে কিছু পড়েনি।

সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হারুরিয়া গ্রামের ওই খেত দুটিতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শার্ট-প্যান্ট পরা দুই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের বয়সই ২৫-৩০–এর মধ্যে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যায়। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খবর পেয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানা-পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ওই দুই যুবকের পরিচয় শনাক্তসহ হত্যার কারণ জানতে অনুসন্ধান চলছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান