হোম > সারা দেশ > ঢাকা

পেটে করে কক্সবাজার থেকে ইয়াবা এনে ধরা বিমানবন্দরে

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পেটের মধ্যে ইয়াবা বহন করে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হোছন আহমদ (৬০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) সকালে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের এক কর্মকর্তা জানান, গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিএস-১৫২ অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন হোছন আহমদ। গোপন সংবাদের ভিত্তিতে বলাকা ভবনের উত্তর পাশ থেকে তাঁকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হোছন পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে এক্স-রে রিপোর্টে তাঁর পাকস্থলীতে ৩০টি ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয়। এরপর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের সহায়তায় সেগুলো বের করা হয়। কালো স্কচটেপে মোড়ানো ওই ৩০টি ডিম্বাকৃতি বস্তু থেকে ২ হাজার ৮২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা নিয়ে আসা হোছন নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে চিকিৎসকের সহায়তায় এসব ইয়াবা বের করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক