হোম > অপরাধ > ঢাকা

শিবচরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় নাহিদ শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীর পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী নিজ বাড়ি বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদারকান্দি থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী মালের হাট বাজারে যাচ্ছিল। পথে সন্ন্যাসীরচর ইউনিয়নের বিনা কোম্পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বন্ধুর সঙ্গে দেখা হলে তার সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় ওই এলাকার নাহিদ শেখ ও আরিফ হাওলাদার একটি মোটরসাইকেলে এসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটির বন্ধুকে তাড়িয়ে দেয়। পরে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে পার্শ্ববর্তী সন্ন্যাসীরচরের মাদবরকান্দির একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে নাহিদ শেখ তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে শিবচর থানার উপপরিদর্শক বরুণ হীরার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে। শনিবার রাত সোয়া ৮টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির ভাই বাদী হয়ে অভিযুক্ত নাহিদ ও আরিফের নামে মামলা দায়ের করেন। 

শিবচর থানা সূত্র জানায়, রাতেই পুলিশ অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে। তবে আরিফ এখনো পলাতক রয়েছে। নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মল্লিককান্দি গ্রামের কাইয়ুম শেখের ছেলে। পলাতক আরিফ হাওলাদার একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। রাতেই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন