হোম > অপরাধ > ঢাকা

নিয়োগ পরীক্ষায় প্রতারণা, ৭ জনকে পুলিশে দিল ইসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে সাতজনকে পুলিশে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

মো. আশাদুল হক জানান, ইসি সচিবালয়ের অফিস সহায়ক পদে গত ৩১ মার্চ এমসিকিউ এবং ১৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় কিছু পরীক্ষার্থী প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রশ্নোত্তরে লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে তাদের বক্তব্যের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় তাদের হাতের লেখা পরীক্ষা করা হয়। 

মো. আশাদুল হক জানান, পরীক্ষার পর তাদের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের হাতের লেখার অমিল পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত সাতজনকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে। 

পুলিশে দেওয়া ব্যক্তিরা হলেন—হাফিজুর রাহমান, মো. ইরাম মিয়া, রিপন ইসলাম, পলাশ চন্দ্র, মো. তারিকুজ্জামান, মো. নূর মোহাম্মাদ এবং মো. আব্দুল্লাহ।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি