হোম > অপরাধ > ঢাকা

অবৈধভাবে আনা সাড়ে ৩ হাজার ভরি রুপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা। এ সময় একটি মোটরসাইকেল, মোবাইল ফোনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ৬৪৯ ভরি অর্থাৎ ৪২ কেজি ৪৩০ গ্রাম রুপার অলংকার উদ্ধার করা হয়। এ সময় কাজী আসাদুজ্জামান ও মো. সানি খানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের বাড়ি ফরিদপুর শহরে। 

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে রুপার অলংকার দেশে আনেন। পরে সেগুলো বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আজ বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু