হোম > অপরাধ > ঢাকা

স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব-৮ এর সদস্যরা। আজ রোববার বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈর ছেলে গোপাল বাড়ৈ (৩০), একই গ্রামের খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ (২২), প্রতাপ বাড়ৈর ছেলে প্লাবন বাড়ৈ (২৫) ও মশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে বরুন বালা (২৩)। 

র‍্যাব কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গত ২৬ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পীড়ার বাড়ি মন্দির থেকে মামা বাড়ি যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে একটি দোতলা বাড়িতে নিয়ে যায় সংঘবদ্ধ বখাটেরা। প্রথম তারা ওই স্কুলছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। পরের দিন আবারও ওই স্কুলছাত্রীকে গোপাল বাড়ৈর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে নেশাজাতীয় বস্তু খাইয়ে নির্যাতন করে। সেখানে তিন দিন রেখে উচ্চ স্পিকারের গান বাজিয়ে তাকে শারীরিক নির্যাতন করে।

একপর্যায়ে ওই কিশোরী ঘরের জানালা ভেঙে পালিয়ে তার বাড়িতে চলে আসে। 

এ ঘটনায় গত ১ এপ্রিল কোটালিপাড়া থানায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করে। পরে র‍্যাবের সদস্যরা ৯ এপ্রিল ঢাকার শাহবাগ থেকে গোলাপ বাড়ৈকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে শিবচর থেকে বরুন বালা এবং কোটালীপাড়া একটি মাছের ঘের থেকে অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

র‍্যাব কমান্ডার আরও জানান, আটক হওয়া আসামিরা সবাই গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা। এর নিয়মিত মাদক সেবন করতেন। যে কারণে ওই স্কুলছাত্রীকে নির্মম নির্যাতন করেন। ভুক্তভোগী স্কুলছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক