হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বামীর মৃত্যুর পর পরিবার থেকে বার বার ফিরে আসার কথা বলা হয়েছিল কাকলীকে। কিন্তু স্বামীর ভিটা ছেঁড়ে আসতে নারাজ ছিলেন তিনি। নিজের একমাত্র ছেলেকে নিয়ে বাস করতেন যেই ঘর থেকে  আজ রোববার সকালে ছেলেসহ তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন— রাজিয়া সুলতানা কাকলী (৪৩) ও তাঁর ছেলে তালহা (৮)।

স্থানীয়রা বলছে, কয়েক বছর আগে কাকলীর স্বামী মারা যান। এরপর থেকে শুধু মা এবং তাঁর ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। রোববার সকালে ঘুম থেকে উঠে কাকলীর ঘরের দরজা খোলা থাকতে দেখে প্রতিবেশীরা। কৌতুহলী হয়ে ঘরে ঢুকতেই মা ছেলের মরদেহ পরে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
এদিকে নিজের মেয়েকে হত্যার খবরে ছুটে এসে আর্তনাদ করছিলেন কাকলীর মা তাসলিমা খন্দকার। নাতি আর মেয়ের শোকে পাগলের মত আচরণ করছেন দিনভর। কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার নাতি (তালহা) সারাদিন আমারে নানী, নানী কইয়া ডাকতো। এহন আমারে কেডায় নানী কইয়া ডাকবো? আমার মাইয়াডারে পাষানেরা বাঁচতে দিলো না। জামাই মরনের পর কইসি আমার কাছে আইয়া পরতে। মাইয়ায় জামাইর ভিটা ছাড়ে নাই। এখন তো আর কেউই থাকবো না।’

নিহতের ছোট বোন ফারহানা সুলতানা বলেন, ‘কাকলী অনেক পর্দাশীল ছিলেন। তাঁর সম্পর্কে এলাকার সবাই অবগত। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তার বাড়িতে প্রায়ই অন্যান্য বোনেরা আসা যাওয়া করতো। কিন্তু কিভাবে এত বড় ঘটনা ঘটে গেলো তা কেউই আন্দাজ করতে পারছেন  না।’
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা ও ছেলের মরদেহ একই বিছানায় পড়ে ছিল। আমরা ধারণা করছি, শনিবার রাতে অথবা রোববার মধ্যরাতের কোনো একটা সময় তাদের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে।’

ওসি আরও বলেন, ‘ইতিমধ্যে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। জড়িত আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনার রহস্য উন্মোচনে আমাদের তদন্ত সংস্থাগুলো সম্ভাব্য সবগুলো বিষয় সামনে রেখে কাজ চালাচ্ছে।’

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা