হোম > অপরাধ > ঢাকা

জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আসামি পলাতক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নাছির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামি স্বপন হোসেন (৩৮) পলাতক রয়েছেন।

মৃত নাছির উদ্দিন ওই গ্রামের আবদুল করিম মণ্ডলের ছেলে। আসামি স্বপন হোসেন একই গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাছির উদ্দিন ও স্বপন হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমি থেকে কলার ছড়ি কাটতে যান নাছির উদ্দিন। এ সময় স্বপন হোসেন তাঁকে বাধা দেন এবং উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বপন হোসেন ধারালো অস্ত্র দিয়ে নাছির উদ্দিনকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন নাছির উদ্দিন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর থেকে আসামি স্বপন হোসেন পলাতক রয়েছেন। 

মৃতের ছোট ভাই এরশাদ মিয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে স্বপন হোসেন। আমি স্বপনের ফাঁসি চাই।’ 

আহুতিয়া তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ঘাতক স্বপন হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা: ডিবি

হাদি হত্যা: ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

‎মোহাম্মদপুরে বস্তিতে অগ্নিকাণ্ড

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে