হোম > অপরাধ > ঢাকা

স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার 

ধামরাই প্রতিনিধি

সাভারের ধামরাইয়ে নববধূ জুলেখা হত্যা মামলার প্রধান আসামি স্বামী মিরাজ শেখকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার ভোর ৪টার দিকে যশোর জেলার অভয়নগর থানার ভাঙ্গাগেইট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মিরাজ খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। মিরাজ সেখানকার একটি ইটভাটায় কাজ করতেন।

এদিকে নিহত জুলেখা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। তিন মাস আগে তাঁদের বিয়ে হয়।

র‍্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিয়ের পর থেকেই মিরাজ জুলেখাকে সন্দেহ করে গালি ও মারধর করতেন। এ বিষয়ে ভুক্তভোগী তাঁর মায়ের কাছে নালিশ দিলে মিরাজ ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় জুলেখার বড় ভাই মো. আল-আমিন মিরাজসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে ধামরাই থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নির্মল কুমাল দাস জানান, আসামিকে আদালতে পাঠানো হবে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক