হোম > অপরাধ > ঢাকা

মাকে অজ্ঞান করে কোলের শিশুকে নিয়ে পালাল অপহরণকারী

গাজীপুরের শ্রীপুরে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে কোলের শিশুকে নিয়ে পালিয়েছে অপহরণকারী। এরপর শিশুর মাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর তিন দিন পর আজ রোববার জ্ঞান ফিরলে বিস্তারিত বলেন তিনি।

ঘটনার বিস্তারিত জানার পর আজ রোববার শ্রীপুর থানায় থানায় লিখিত অভিযোগ দেন শিশুর মামা মো. মোস্তফা মিয়া। 

এর আগে গত বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শ্রীপুরের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। 

অপহৃত দেড় বছর বয়সী ওই শিশুর নাম তায়েবা। সে সোনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরিগাঁও গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে। মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থাকত ওই শিশু। 

ভুক্তভোগী শিশুর মা ফারজানা বলেন, গত বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টার সময় তায়েবাকে কোলে নিয়ে অটোরিকশায় করে পাশের নয়নপুর বাজারে যাই। অটোরিকশা থেকে নামার পর এক ব্যক্তিকে আমার সন্তানকে মামা মামা বলে ডাকতে শুরু করে। এরপর সে কাছে এসে আমাকে কি যে শুকিয়ে দেয়। এর সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে।’ 

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সন্তান এখন কি অবস্থা আছে, কোথায় আছে আমি কিছু বলতে পারছি না। আমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি।’ 

শিশুর মামা মো. মোস্তফা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় থাকি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। বোনের অবস্থা আগের চেয়ে মোটামুটি ভালো। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ভাগনির কোনো ধরনের খোঁজ খবর পাচ্ছি না। পুলিশ এসে দুই তিনটা সিসিটিভির ফুটেজ যাচাই-বাছাই করেছে।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই কাজ করছি। আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটের লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই চলছে। শিশুর মা কাউকে চিনতে পারে নাই। আর তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়নি যার জন্য বিস্তারিত জানতে অসুবিধা হচ্ছে।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন