হোম > অপরাধ > ঢাকা

সাভারে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণ এবং মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে গৃহকর্তা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দেলোয়ারের স্ত্রী লিপি ও শ্যালিকা লিমাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দেলোয়ার আশুলিয়ার গাজিরচটের বগাবাড়ি এলাকার বাসিন্দা ও ওই এলাকার সোনিয়া মার্কেটের মালিক। তাঁর পিতার নাম মৃত শাহজাহান আলী।

আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী নারীকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে যায় দেলোয়ার দম্পতি। ভুক্তভোগী ওই নারী বাসায় কাজ করার সময় ঘর থেকে লিপি বের হয়ে যায়। এই সুযোগে দেলোয়ার গৃহকর্মীকে ধর্ষণ করেন। এ সময় স্ত্রী লিপি ও শ্যালিকা লিমা ঘরে ফিরে গৃহকর্মীকে মারধর করে মাথা ন্যাড়া করে দেন। গত বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভুক্তভোগী গৃহকর্মী ভর্তি হন।

এ ঘটনায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মীর স্বামী। এজাহার থেকে জানা যায়, গত মঙ্গলবার আশুলিয়ার গাজীরচটের বগাবাড়ির সোনিয়া মার্কেট এলাকায় ওই গৃহকর্মীকে ধর্ষণ করে দেলোয়ার। এরপর ব্যাপক মারধর করে চুল কেটে দেয় লিপি (৩৫) ও শ্যালিকা লিমা (২৭)।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেপ্তার দেলোয়ারকে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামি লিপি ও লিমা এখনো পলাতক।'

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি