হোম > অপরাধ > ঢাকা

বসতঘর থেকে নারীর মৃতদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার একটি বসতঘর থেকে আমেনা বেগম (৭০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে সদর থানার পুলিশ।

নিহত আমেনা বেগম ওই এলাকার মৃত অহেদ আলীর স্ত্রী এবং দুই ছেলে ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, গতকাল রাতে মা ও ছেলে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আমেনা বেগম মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় ঘরের ভেতরে মায়ের মৃতদেহ রেখে ছেলে আগুন পোহাতে ছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, নিহত আমেনা বেগম দীর্ঘদিন ধরে হাইপ্রেশার, ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। 

এ বিষয়ে নিহতের মেয়ে রাবেয়া আক্তার বলেন, ‘আটক ফিরোজ মিয়া প্রায় দুই মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। এরপর তাঁর চলাফেরায় অসংগতি দেখা দিলে তাঁকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরে মায়ের সঙ্গে একই বসতঘরে থাকতে শুরু করেন।’ 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব