হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি এলাকায় দিনদুপুরে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। ফুটওভার ব্রিজ থেকে নামার সময় পেছন থেকে তাঁর ওপর হামলা করা হয়। এলোপাতাড়ি মারধর করে দৌড়ে পালিয়ে যায় হামলাকারী। 

আজ শনিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন শায়লা বীথি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ভুক্তভোগী শায়লা বীথি একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।’ 

থানায় করা অভিযোগে শায়লা বীথি উল্লেখ করেন, বেলা ২টা ১০ মিনিটের দিকে মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজ পার হয়ে নামার সময় সিঁড়িতে অপরিচিত এক ব্যক্তি পেছন দিক থেকে তাঁর চুল ধরে টেনেহিঁচড়ে ফেলে দেয় এবং মারধর করে জখম করে। চিৎকার শুরু করলে ব্যক্তিটি দৌড়ে পালিয়ে যায়। 

হামলার শিকার শায়লা বীথি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বতচূড়া জয় করেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ চূড়ায় আরোহণ করেছেন তিনি।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ