হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি এলাকায় দিনদুপুরে পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। ফুটওভার ব্রিজ থেকে নামার সময় পেছন থেকে তাঁর ওপর হামলা করা হয়। এলোপাতাড়ি মারধর করে দৌড়ে পালিয়ে যায় হামলাকারী। 

আজ শনিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন শায়লা বীথি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ভুক্তভোগী শায়লা বীথি একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।’ 

থানায় করা অভিযোগে শায়লা বীথি উল্লেখ করেন, বেলা ২টা ১০ মিনিটের দিকে মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজ পার হয়ে নামার সময় সিঁড়িতে অপরিচিত এক ব্যক্তি পেছন দিক থেকে তাঁর চুল ধরে টেনেহিঁচড়ে ফেলে দেয় এবং মারধর করে জখম করে। চিৎকার শুরু করলে ব্যক্তিটি দৌড়ে পালিয়ে যায়। 

হামলার শিকার শায়লা বীথি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বতচূড়া জয় করেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ চূড়ায় আরোহণ করেছেন তিনি।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন