হোম > অপরাধ > ঢাকা

টিকিট কালোবাজারির অভিযোগে সহজের ইঞ্জিনিয়ার চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সিস্টেম ইঞ্জিনিয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী বেসরকারি কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ওই বার্তায় সহজ-সিনেসিস-ভিনসেন জেভির পক্ষে বক্তব্যে বলা হয়, ‘টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাব হাতে আটক হওয়া ব্যক্তি মো. রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন।’ 

এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রেজাউল করিমকে চাকরিচ্যুত করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরের ২১ মার্চে রেজাকে নিয়োগ প্রদান করে। 

ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি বলে জানানো হয়।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে