হোম > অপরাধ > ঢাকা

গোসাইরহাট আ.লীগের সভাপতির নামে ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া আইডি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন মানুষের কাছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এ ভুয়া আইডির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাহজাহান সিকদার। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহজাহান সিকদারের নামে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে সেখানে তাঁর পুরোনো কয়েকটি ছবি ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। প্রোফাইল ফটোতে তাঁর পুরোনো একটি একক ছবি ও কাভার ফটোতে তিন কন্যাসহ তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এর আগেও ফেসবুকে তাঁর নামে একাধিক ফেসবুক আইডির উপস্থিতি দেখা গেছে। 

এর আগে শাহজাহান সিকদারের পরিচিতজনেরা তাঁর নামে ফেসবুক আইডি খুলে দেয়। কিন্তু তাঁর নিজের মোবাইল হারিয়ে যাওয়ায় পুনরায় নতুন মোবাইলে আইডি খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে শাহজাহান সিকদার বেশ কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সুনাম ক্ষুণ্ন করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। 

এ বিষয়ে মোবাইলে শাহজাহান সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। আমার নাম ও ছবি ব্যবহার করে কারা কী করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করার বিষয়ে আমি আমার পরিবারের লোকদের সঙ্গে কথা বলব। এরপর যা করার তা করা হবে।’ 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন