হোম > অপরাধ > ঢাকা

গোসাইরহাট আ.লীগের সভাপতির নামে ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া আইডি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন মানুষের কাছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এ ভুয়া আইডির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাহজাহান সিকদার। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহজাহান সিকদারের নামে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে সেখানে তাঁর পুরোনো কয়েকটি ছবি ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। প্রোফাইল ফটোতে তাঁর পুরোনো একটি একক ছবি ও কাভার ফটোতে তিন কন্যাসহ তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এর আগেও ফেসবুকে তাঁর নামে একাধিক ফেসবুক আইডির উপস্থিতি দেখা গেছে। 

এর আগে শাহজাহান সিকদারের পরিচিতজনেরা তাঁর নামে ফেসবুক আইডি খুলে দেয়। কিন্তু তাঁর নিজের মোবাইল হারিয়ে যাওয়ায় পুনরায় নতুন মোবাইলে আইডি খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে শাহজাহান সিকদার বেশ কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সুনাম ক্ষুণ্ন করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। 

এ বিষয়ে মোবাইলে শাহজাহান সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। আমার নাম ও ছবি ব্যবহার করে কারা কী করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করার বিষয়ে আমি আমার পরিবারের লোকদের সঙ্গে কথা বলব। এরপর যা করার তা করা হবে।’ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল