হোম > অপরাধ > ঢাকা

গোসাইরহাট আ.লীগের সভাপতির নামে ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া আইডি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন মানুষের কাছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এ ভুয়া আইডির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাহজাহান সিকদার। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহজাহান সিকদারের নামে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে সেখানে তাঁর পুরোনো কয়েকটি ছবি ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। প্রোফাইল ফটোতে তাঁর পুরোনো একটি একক ছবি ও কাভার ফটোতে তিন কন্যাসহ তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এর আগেও ফেসবুকে তাঁর নামে একাধিক ফেসবুক আইডির উপস্থিতি দেখা গেছে। 

এর আগে শাহজাহান সিকদারের পরিচিতজনেরা তাঁর নামে ফেসবুক আইডি খুলে দেয়। কিন্তু তাঁর নিজের মোবাইল হারিয়ে যাওয়ায় পুনরায় নতুন মোবাইলে আইডি খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে শাহজাহান সিকদার বেশ কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সুনাম ক্ষুণ্ন করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। 

এ বিষয়ে মোবাইলে শাহজাহান সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। আমার নাম ও ছবি ব্যবহার করে কারা কী করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করার বিষয়ে আমি আমার পরিবারের লোকদের সঙ্গে কথা বলব। এরপর যা করার তা করা হবে।’ 

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ