হোম > অপরাধ > ঢাকা

‘বিপ্লবের মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। রোববার দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ এই তথ্য জানান। ময়নাতদন্ত শেষে নিহত বিপ্লবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে উদ্ধার হওয়া বিপ্লবের মরদেহ রোববার ভোরে শনাক্ত করে তার পরিবার। এরপর ময়নাতদন্তের কার্যক্রম শুরু করে চিকিৎসকেরা। দুপুরে ময়নাতদন্ত শেষে গণমাধ্যমে এক ব্রিফিং এ শেখ ফরহাদ বলেন, ‘বিপ্লবকে মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর মাথার পেছনে প্লেইন কোন সারফেস দিয়ে আঘাত করার আলামত পেয়েছি আমরা।’

ময়নাতদন্তের পরেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা মোহাম্মদপুরের দিকে রওনা হন। সেখানেই জাপান গার্ডেন সিটির মসজিদে আছরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

হাসপাতাল ত্যাগ করার আগে বিপ্লবের ছোট ভাইয়ের স্ত্রী নাহিদা ইসলাম বলেন, ‘৭ নভেম্বর কেরানীগঞ্জের বাসা থেকে বের হয় বিপ্লব। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ ছিল। ৯ নভেম্বর এই ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করি আমরা। গতকাল রাতে জানতে পারি পানগাঁও এর দিকে মরদেহ পাওয়া গেছে। তখনই সন্দেহ হলে এখানে এসে নিশ্চিত হই।’

বিপ্লবের পেশা সম্পর্কে জানতে চাইলে নাহিদা আরও বলেন, ‘তিনি আওয়ামী লীগের কৃষি উপকমিটির সদস্য ছিলেন বলে জানি। এর বাইরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেরানীগঞ্জে কৃষি খামার তৈরী করেছিলেন। ব্যবসায়িক কাজে এখানেই বেশী সময় দিতেন।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট