হোম > অপরাধ > ঢাকা

স্বামীর বিশেষ অঙ্গ কেটে নিজেই হাসপাতালে নিলেন স্ত্রী

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ওয়ারী ধোলাইখাল রায়সাহেব বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন ক্ষুব্ধ স্ত্রী। পরে নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে গেছেন। 

গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী ধোলাইখাল রায় সাহেব বাজার নাভানা টাওয়ারের পেছনে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী তুষার মোল্লা (২৭) একজন পোশাক শ্রমিক। অভিযুক্ত নার্গিস দায় স্বীকার করেছেন। 

নার্গিস জানান, তিনি তুষারের দ্বিতীয় স্ত্রী। বড় স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। গত মার্চে তুষার আরেকটি বিয়ে করেছেন। তাঁকে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় থাকেন।

নার্গিস আরও জানান, তাঁর অনুমতি না নিয়ে তুষার আরেকটি বিয়ে করেছেন। বিষয়টি তিনি জানতে পেরে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। 

নার্গিস বলেন, ‘আমার স্বামী একটি গার্মেন্টসে চাকরি করে। বেতন পায় দশ হাজার টাকা মাত্র। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আমাদেরও একটি ছয় মাস বয়সের মেয়ে সন্তান আছে। কিছুদিন আগে সে আমার কাছে বিয়ের কথা স্বীকার করে।’ 

ঘটনার বর্ণনা দিয়ে নার্গিস বলেন, ‘রাতে আমার স্বামী বাসায় ঘুমিয়ে ছিল। এই সব ক্ষোভের কারণে ঘুমন্ত অবস্থায় ছোরা দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলি। পরে নিজেই স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। প্রচণ্ড জিদের বশে আমি এই কাজ করেছি।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে তুষারের চিকিৎসা চলছে। তাঁর সম্পূর্ণ পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর তাঁর স্ত্রীর নার্গিস পুলিশ হেফাজতে আছেন। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন হাওলাদার বলেন, ‘নাভানা টাওয়ারের পেছনে একটি বাসায় এই ঘটনাটি ঘটেছে। হাসপাতাল থেকে আমরা তুষারের স্ত্রী নার্গিসকে থানায় নিয়ে আসি। তুষারের বড় ভাই উজ্জ্বল মোল্লা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত নার্গিসকে আদালতে পাঠানো হয়েছে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল