হোম > অপরাধ > ঢাকা

তেজগাঁও থেকে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, উত্তরা থেকে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও থেকে তিন বছরের শিশুকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণের অভিযোগে আব্দুল আজিজ (২৬) নামের এক অপহরণকারীকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফজলুল হক।

তিনি জানান, তেজগাঁওয়ের নাখালপাড়া থেকে গতকাল সোমবার শিশু আমিরা আবেদীন শিফা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবারকে জানানো হয়। সেই সঙ্গে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। টাকা না পেলে শিশুটিকে হত্যা করা হবে। পরে শিশুটির মা র‍্যাব-২-এ অভিযোগ দেন।

সিনিয়র এএসপি ফজলুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর চার ঘণ্টার মধ্যে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে অক্ষত অবস্থা উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণকারী আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অপহরণকারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, শিশুটিকে পড়ানোর সুবাদে ওই বাড়িতে যাতায়াত করতেন আজিজ। শিশুটির পারিবারিক অর্থ-সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী অপহরণ করেন।

সিনিয়র এএসপি ফজলুল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আজ তেজগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ