হোম > অপরাধ > ঢাকা

এডিসি হারুনের কাণ্ডে ডিএমপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানার ভেতরে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনার মূল অভিযুক্ত পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। 

আজ রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই কমিটি করে দিয়েছেন। আগামী দুই দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

কমিটির সভাপতি ডিএমপির উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম। 

ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনায় এডিসি হারুন অর রশিদকে ডিএমপির রমনা জোন থেকে বদলি করে পিওএম উত্তর বিভাগে সংযুক্ত করা হয়। পরবর্তীকালে অপর এক আদেশে এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী