হোম > অপরাধ > ঢাকা

বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিক এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আমিনুল ইসলামের (২৭) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালা পাড়ায়। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় জনৈক ফজর আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

ভুক্তভোগী পোশাক শ্রমিকের (১৬) বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি শ্রীপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি অভিযুক্ত আমিনুল ইসলাম বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই তরুনীকে ধর্ষণ করে। 

এরপর থেকে ভুক্তভোগী পোশাক শ্রমিক অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে না করে অভিযুক্ত গা ডাকা দেয়। 

মামলার বাদী ভুক্তভোগী পোশাক শ্রমিকের বোন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার বোন তাকে বিয়ের জন্য চাপ দিলেও সে বিয়ে না করে পালিয়ে যায়। এরপর আমি গত ২৪ জানুয়ারি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক কুদ্দুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনার আসামি আমিনুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল