হোম > অপরাধ > ঢাকা

বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিক এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আমিনুল ইসলামের (২৭) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালা পাড়ায়। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় জনৈক ফজর আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

ভুক্তভোগী পোশাক শ্রমিকের (১৬) বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি শ্রীপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি অভিযুক্ত আমিনুল ইসলাম বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই তরুনীকে ধর্ষণ করে। 

এরপর থেকে ভুক্তভোগী পোশাক শ্রমিক অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে না করে অভিযুক্ত গা ডাকা দেয়। 

মামলার বাদী ভুক্তভোগী পোশাক শ্রমিকের বোন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার বোন তাকে বিয়ের জন্য চাপ দিলেও সে বিয়ে না করে পালিয়ে যায়। এরপর আমি গত ২৪ জানুয়ারি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক কুদ্দুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনার আসামি আমিনুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত