হোম > অপরাধ > ঢাকা

চুরি ঠেকাতে সিসি ক্যামেরাযুক্ত স্থানে মোটরসাইকেল পার্কিংয়ের পরামর্শ ডিবির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিল একটি চক্র। তারা সড়কের পাশে পার্কিং করে রাখা মোটরসাইকেলের তালা নকল চাবি দিয়ে খুলে মোটরসাইকেল নিয়ে যেত। এভাবেই চক্রের অন্যতম সদস্য খালেক গত ৮ বছরে একাই চুরি করেছেন ৫০০-৭০০ মোটরসাইকেল।

সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় গতকাল শুক্রবার চাঁদপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তাররা হলেন—মো. খালেক হাওলাদার ওরফে সাগর আহম্মেদ (৪৮) ও মো. জিসান আহমেদ ওরফে সম্রাট (২২)।

খালেকের নামে এ পর্যন্ত ১৫টি মামলার তথ্য পেয়েছে ডিবি। তিনি গত আট বছরে ৫০০-৭০০ মোটরসাইকেল ঢাকা থেকে চুরি করে চাঁদপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছেন। গ্রেপ্তাররা ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় পার্কিংয়ে থাকা মোটরসাইকেল কৌশলে মাস্টার চাবি দিয়ে খুলে নিয়ে যায়।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

সংবাদ সম্মেলনে সাধারণ মানুষদের গাড়ি চুরি ঠেকাতে সিসি ক্যামেরাযুক্ত স্থানে মোটরসাইকেল রাখার অনুরোধ জানান ডিবি প্রধান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘আমাদের অনুরোধ, যারা মোটরসাইকেল চালান, তারা যেন মোটরসাইকেল পার্কিংয়ের সময় একটু লোকালয় দেখে বা সিসিটিভি ক্যামেরা আছে ওই সব এলাকায় পার্কিং করেন। তাহলে মোটরসাইকেল চুরি কিছুটা রোধ করা যাবে। সিসিটিভি আছে এমন জায়গায় মোটরসাইকেল চুরি হলেও আমরা ফুটেজ দেখে পরবর্তীতে তা বের করে ফেলতে পারব। আর যারা মফস্বল এলাকা থেকে মোটরসাইকেল কেনেন, তারা কেনার আগে কাগজপত্র বিআরটিএ থেকে যাচাই করে কিনবেন।’

মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, ‘অন্যথায় যারা চোরাই মোটরসাইকেল কিনবেন বা যার বাসা থেকে উদ্ধার হবে তারাও সেই চোরাই মামলার আসামি হবেন। যেসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে-সেগুলোর সঠিক কাগজ নিয়ে আসবেন আমরা যাচাই করে গাড়ি ফেরত দিয়ে দেব।’ 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য