হোম > অপরাধ > ঢাকা

মেয়েকে জুস কিনে দিয়ে বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন বাবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মেয়েকে জুস কিনে দিয়ে বাড়ি ফেরেন বাবা আবু বকর সিদ্দিক (২১)। এরপর স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি বলতে পারছে না কেউ। আজ বুধবার বেলা ১১টায় ফতুল্লা থানার কুতুবআইল এলাকার ইরান টেক্সটাইলের পেছনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবু বকরের বাবার নাম মাজেদ আলাদার। তিনি হ্যালো ভিশন নামে একটি ইন্টারনেট কেবল কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আবু বকর একটি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে চাকরি করতেন। আয়েশা নামে তাঁর একটি মেয়ে আছে। বুধবার সকাল ১০টায় মেয়েকে নিয়ে দোকানে যান তিনি। সেখান থেকে জুস কিনে দিয়ে বাসায় ফেরেন আবু বকর। এ সময় তাঁর স্ত্রী ঘরের বাইরে ছিলেন। বেলা ১১টার দিকে আবু বকরের স্ত্রী বাড়ি ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাশেদ বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ধারণা করছি তিনি মাদকাসক্ত ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি