গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদী দখল করে বালু ভরাটের সংবাদ প্রকাশ হওয়ার পর অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে আটক করা হয়। প্রধান অভিযুক্ত জামসেদ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
আটক দুই ব্যক্তি হলেন নরসিংদী জেলার পলাশ উপজেলার কাঁঠালিয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. হাকিম (৩২) এবং কিশোরগঞ্জ জেলার হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিয়াদ (২৮)। হাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে রিয়াদ ড্রেজারের চালক।
গোসিঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নদী দখলের খবর পেয়ে গতকাল বুধবার উপজেলা সার্ভেয়ারসহ ঘটনাস্থলে গিয়ে নদী দখলের প্রমাণ পাওয়া যায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। জামসেদ বাহিনী নদীর জমি দখল করে কমপক্ষে পাঁচ বিঘা জমি দখল করেছে। নদীর জমিতে খাল খনন করা হয়েছে। এ ছাড়া সরকারি গো-হালট দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে।’
উল্লেখ্য, গতকাল বুধবার ‘রাতে রাতে ভরে উঠছে শীতলক্ষ্যার পেট’—এই শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের।