হোম > অপরাধ > ঢাকা

ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহীন আলম (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সিটি সাইবার টিম। 

আজ শনিবার দুপুরে চক্রের সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ। 

সাইদ নাসিরুল্লাহ জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র। এই চক্রের হাতে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার শাহীন আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নাসিরুল্লাহ জানান, ফেসবুকে গ্রুপ খুলে রাকিবুল ইসলাম নামে একটি ভুয়া আইডি থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার আশ্বাসে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এভাবে প্রশ্ন ফাঁসের আশ্বাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিলেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছেন বলে জানিয়েছেন শাহীন। 

শাহীন আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ