হোম > অপরাধ > ঢাকা

প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেপ্তার ২ 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮। 

গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতদিয়া সামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে মো. হুমায়ুন শেখ (১৮) ও একই এলাকার মো. সালেক শেখের ছেলে মো. ফরহাদ শেখ (২৫)। 
 
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, স্থানীয় তথ্যের ওপর ভিত্তি করে র্যাব জানতে পারে গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়ার মো. রিয়াজ শেখ (২৫) নামের এক যুবকের হাত বিচ্ছিন্নপূর্বক তাঁকে হত্যার চেষ্টা করে ওই আসামিরা। ওই সংবাদ জানার পর বিষয়টির প্রতি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি হুমায়ুনকে কুষ্টিয়া এবং ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, আসামিরা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। আসামি হুমায়ুন শেখ বিভিন্ন সময় অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ দিন কারাভোগ করে জামিনে রয়েছেন। গ্রেপ্তারকৃতদের রেলওয়ে থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানায় র‍্যাব। 

উল্লেখ্য, গত রোববার (৬ মার্চ) দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ধারালো (ডাব কাটা দা) অস্ত্র দিয়ে এক কোপে হাত বিচ্ছিন্ন করে হুমায়ূন। এ সময় তার সহযোগী ছিলেন ফরহাদ শেখ। এ ঘটনায় রিয়াজ শেখের বাবা বাবু শেখ বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। 

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক