হোম > অপরাধ > ঢাকা

শপথ গ্রহণ শেষে গ্রেপ্তার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে শপথ নেওয়ার পর ভৈরবের সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মিঠামইনের ৭ ইউপি চেয়ারম্যানসহ ভৈরবের সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। 

এ খবর পেয়ে বাইরে অপেক্ষা করছিল জেলা গোয়েন্দা পুলিশ। শপথ নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। 

এ বিষয়ে মো. শফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, সাফায়েত উল্লাহর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাই আজ শপথ গ্রহণ শেষে সম্মেলনকক্ষ থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল