নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র মামলায় শাহীন ওরফে চুষনী শাহীন (৪৩) নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালতে এ রায় প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি শাহীন নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মনসুর কনট্রাকটরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ এপ্রিল ফতুল্লা এলাকা থেকে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে র্যাব-১১। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু জব্দ করা হয়েছে। পরে র্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্ত শেষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে দুটি ধারায় তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ অস্ত্র আইনের দুটি ধারায় শাহীনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।