হোম > অপরাধ > ঢাকা

হঠাৎ ঘিরে ধরে টাকা-পয়সা ছিনিয়ে নিত ওরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন নিরিবিলি এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাই করত তারা। র‍্যাব জানিয়েছে, তাদের সাঁড়াশি অভিযানে এই চক্রের ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর।

রাজধানী ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুরসহ দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) শিহাব করিম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, উত্ত্যক্ত, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলেও জড়িত। এ ছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিহাব করিম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এমন অভিযোগে থানায় একাধিক জিডি ও মামলা দায়ের হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া একা থাকা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন নারী-পুরুষ এমনকি স্কুলগামী শিক্ষার্থীও। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরধারী বাড়িয়েছে।

র‍্যাব জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ কিশোর গ্যাং বিভিন্ন অংশে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ কিশোর গ্যাং দলের বিভিন্ন গ্রুপের ৪৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট