হোম > অপরাধ > ঢাকা

হঠাৎ ঘিরে ধরে টাকা-পয়সা ছিনিয়ে নিত ওরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন নিরিবিলি এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাই করত তারা। র‍্যাব জানিয়েছে, তাদের সাঁড়াশি অভিযানে এই চক্রের ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর।

রাজধানী ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুরসহ দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) শিহাব করিম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, উত্ত্যক্ত, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলেও জড়িত। এ ছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিহাব করিম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এমন অভিযোগে থানায় একাধিক জিডি ও মামলা দায়ের হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া একা থাকা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন নারী-পুরুষ এমনকি স্কুলগামী শিক্ষার্থীও। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরধারী বাড়িয়েছে।

র‍্যাব জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ কিশোর গ্যাং বিভিন্ন অংশে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ কিশোর গ্যাং দলের বিভিন্ন গ্রুপের ৪৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার