হোম > অপরাধ > ঢাকা

পথশিশুকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১ 

প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর সদরঘাটে ভিক্টোরিয়া পার্ক থেকে এক পথশিশুকে কেরানীগঞ্জে নিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে রাজধানী থেকে শিশুটিকে কেরানীগঞ্জের জিনজিরা বন্দডাকপাড়া এলাকার একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে টাইগার সিদ্দিক (৩৫) নামে এক যুবক। এ সময় শিশুটির ওপর সিদ্দিক শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় ওই শিশুকে উদ্ধার করে অভিযুক্ত টাইগার সিদ্দিককে আটক করেছে র‍্যাব।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব-১০। তবে অভিযানের আগেই পালিয়ে যায় সিদ্দিক। পরে শুক্রবার রাতে একই এলাকা থেকে টাইগার সিদ্দিককে আটক করেছে র‍্যাব। আজ শনিবার সকালে এসব তথ্য জানান র‍্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর ওবায়দুর রহমান।

মেজর ওবায়দুর রহমান জানান, শিশুটির বয়স ১২ বছর। সদরঘাট ভিক্টোরিয়া পার্ক এলাকায় সে ভাসমান অবস্থায় থাকে। জিজ্ঞাসাবাদে শিশুটি জানিয়েছে ছুরি দিয়ে ভয় দেখিয়ে টাইগার সিদ্দিক তাকে কেরানীগঞ্জে এনে একাধিকবার ধর্ষণ করেছে। বাধা দেওয়ার চেষ্টা করায় শিশুটিকে মারধর করে সিদ্দিক।

এ সময় পাশেই অন্য একটি অভিযানে ছিল র‍্যাবের একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের ওই দলটি দ্রুত জিনজিরা বন্দডাকপাড়া মনির মেম্বারের ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করে। তবে অভিযানের সময় সিদ্দিককে পাওয়া যায়নি। পরে আবার অভিযান চালিয়ে রাতে তাঁকে আটক করা হয়।

শিশুটি র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার বাবা নেই, মা বিয়ে করে তাঁকে ছেড়ে চলে গেছে। বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম বলেন, র‍্যাব শিশুটিকে আমাদের হেফাজতে দিয়েছে। মেয়েটির চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন