হোম > অপরাধ > ঢাকা

প্রাইভেট কার নিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় প্রাইভেট কার নিয়ে এক ব্যক্তির নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় জুবায়ের চৌধুরী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪-এর টহল দল। এ সময় পালিয়ে যান ছিনতাই চক্রের আরও দু-তিনজন। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী। 

আজ রোববার দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জুবায়ের চৌধুরী ফরিদপুরের ভদ্রাসন থানার চার ফকিরডাঙ্গী গ্রামের মৃত কাদের চৌধুরীর ছেলে। তিনি ও তাঁর সহযোগীরা প্রাইভেট কার নিয়ে মেজর পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতেন। 

ভুক্তভোগী রোকনুল ইসলাম রোকন (২১) গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে পারিবারিক কাজে নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে যান। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার তাঁর গতিরোধ করে। সেখানে থাকা ব্যক্তিরা সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেন। এরপর ভুক্তভোগীকে চক্রটি বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাঁর মানিব্যাগ থাকা ১০ হাজার টাকাসহ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে জুবায়েরকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করেন। পরে র‍্যাবের টহল টিমের হাতে স্থানীয়রা জুবায়ের চৌধুরীকে সোপর্দ করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার জুবায়ের ও সহযোগীরা একটি ছিনতাইকারী চক্র। তারা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ছিনতাই করত। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন